২০১৭ সালের অগ্নিকাণ্ডের পর দেওয়া সুপারিশগুলো বাস্তবায়িত হয়নি

Slider সারাদেশ

ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেছেন, ‘এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে একই মার্কেটে(ডিএনসিসি মার্কেট) অগ্নিকাণ্ডের পর মার্কেট কমিটির কাছে নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছিল তা বাস্তবায়ন করা হয়নি।’

আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। সকাল সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, ‘এই মার্কেটের ব্যাপারে আমাদের অনেক নির্দেশনা আছে। এ মার্কেট কমিটিকে তিন থেকে চারবার সাবধানতা নোটিশ দেওয়া হয়েছে। তারপরও তারা শুধরায়নি।’

তিনি আরো বলেন, ‘সমিতির সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারপর এই মার্কেটের ব্যাপারে আমাদের অবজেকশন আছে। এটা নিয়ে রিট চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *