আসন ১ প্রার্থী ১৮৫, বিপাকে ‘ইসি’!,

Slider বিচিত্র

ভারতে আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে লোকসভা নির্বাচন। এই নির্বাচন ঘিরে দেশটিতে চলছে টান টান উত্তেজনা। তবে দেশটির একটি প্রদেশে ভোট নিয়ে বিপাকে পড়েছে সেখানকার নির্বাচন কমিশন (ইসি)। ওই আসনে প্রার্থীর সংখ্যা এত বেশি যে ইভিএমেও ভোট নেয়া সম্ভব হচ্ছে না।

খবর হিন্দুস্তান টাইমসের।
শুক্রবার পত্রিকাটির একটি প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানার নিজামাবাদের একটি আসনে প্রার্থী হয়েছেন ১৮৫ জন। এ কারণে প্রথমবারের মতো ওই আসনে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া সম্ভব হচ্ছে না।

১১ এপ্রিল লোকসভা নির্বাচনে ওই আসন থেকে এ বিপুলসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিজামাবাদ এলএস আসন বর্তমানে তেলেঙ্গানা জাতীয় কমিটির সভাপতি এবং মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কালভাকুল্লা কাভিথা প্রতিনিধিত্ব করছেন।

তেলেঙ্গানা প্রধান নির্বাচন কর্মকর্তা রজত কুমার সাংবাদিকদের জানান, নিজামাবাদে লোকসভা নির্বাচনে ১৮৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত নমিনেশন প্রত্যাহারের সময় ছিল।

২০০ জন নমিনেশন ফরম জমা দিয়েছিলেন। এদের মধ্যে ২৫ মার্চ যাচাই-বাছাই শেষে ১৮৯ জনের নমিনেশন বৈধতা পায়। তবে নমিনেশন ফরম প্রত্যাহারের শেষ দিনে চারজন তাদের আবেদন প্রত্যাহার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *