এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত ক্রিকেটার তুষারের দাফন সম্পন্ন

Slider বিনোদন ও মিডিয়া

রাজধানীর অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত উদীয়মান ক্রিকেটার নাহিদুল ইসলাম তুষারের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিজ বাড়িতে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে, বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে এফআর টাওয়ারে লাগা টানা ছয় ঘণ্টার দানবরূপী আগুনে ২৫ জন নিহত হন। হতভাগা ক্রিকেটার নাহিদুল ইসলাম তুষার নিহতের মধ্যে অন্যতম।

তরুণ এই ক্রিকেটারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।
নিহত তুষার উপজেলার ভানুয়াবহ গ্রামের এছাক আলীর ছেলে।

এফআর টাওয়ারের ১৪ তলায় একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন তিনি।
সূত্র জানায়, মাস্টার্স পাস করার পর ওই ট্রাভেল এজেন্সিতে চাকরি জীবন শুরু করেন তুষার। চার বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছিলেন তিনি। বৃহস্পতিবার ওই অগ্নিকাণ্ডে মারা যাওয়ার পর তার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়। পরিচয় শনাক্ত হওয়ার পর ওই দিন রাতেই তুষারের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আজ শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তুষারের মরদেহ দাফন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *