চট্টগ্রামে দুই সহোদর খুন

সারাদেশ
image_165277.chittagong mapচট্টগ্রামে ব্যবসায়িক দ্বন্দ্বে ফরিদুল আলম (৪৫) ও আবু সিদ্দিক (৪২) নামে দুই সহোদরকে খুন করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে চান্দগাঁও থানাধীন বাদামতলীর খাজা রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা এলাকার মুন্সীবাড়ির মরহুম আবদুস সবুরের ছেলে।
চান্দগাঁও থানার ওসি এম এ রউফ জানান, বাদামতলীর খাজা রোড এলাকার মুন্সীবাড়িতে কাঠ ব্যবসাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষ ব্যবসায়ী ও তার লোকজন ফরিদুলকে আক্রমণ করে। তাকে বাঁচাতে ছোট ভাই আবু সিদ্দিক এগিয়ে এলে দুই ভাইকে প্রচণ্ড মারধর করা হয়। গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতদের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *