হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধিঃ আজ লালমনিরহাট জেলার আদিতমারী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে সারাদিন ব্যাপী রংপুর বিভাগীয় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী গনের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা বেগম। সভায় বক্তব্য রাখেন গাইবান্ধার ইদ্রিস আলী, দিনাজপুরের শাহনেওয়াজ, রংপুরের আফরোজা পারভীন, কুড়িগ্রামের আমিনুল ইসলাম, লালমনিরহাটের নুরুল আলম হবু,ও লিলি বেগম প্রমুখ।
উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সকল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ।
সভার ২য়পর্বের সকল শিক্ষক কর্মচারীদের প্রত্যক্ষ সর্মথনে রংপুর বিভাগীয় শিক্ষক কল্যান সমিতির কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে সভাপতি দিনাজপুর থেকে শাহনেওয়াজ, সাধারন সম্পাদক পদে লালমনিরহাট থেকে নুরুল আলম হবু, গাইবান্ধা থেকে সাংগঠনিক সম্পাদক ফজলুল করীম কে নিবার্চিত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।