লালমনিরহাটে রেলমন্ত্রীর!-ট্রেনেই, অজ্ঞান পার্টির খপ্পরে যাত্রী

Slider রংপুর


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ রেলমন্ত্রীর সফরে একই ট্রেনের যাত্রী হয়েও অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক ট্রেন যাত্রী।

তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা না গেলেও তাঁর বাড়ি গাইবান্ধা জেলার কূপতলা স্টেশন এলাকায় বলে জানিয়েছে রেলওেয়ে নিরাপত্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস যোগে লালমনিরহাট স্টেশনে আসে।

একই ট্রেনে ওই ব্যক্তিও এসেছিলেন।

মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর স্টেশন থেকে চলে গেলে ওই ব্যাক্তিকে অজ্ঞান অবস্থায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য ঘটনাটি আড়াল করতে দ্রুত স্টেশনের মুসাফির খানায় নিয়ে মাটিতে শুইয়ে রাখে।

ঘটনা সাংবাদিকরা জেনে গেলে তাঁকে প্রায় ঘন্টাখানেক পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লালমনিরহাট রেলওয়ে থানার এস আই আদম আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লোকটির জ্ঞান ফেরার পর তাঁর স্বজনের কাছে পৌছিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে।

যাত্রীরা ট্রেনে যাতায়াতে নিরাপত্তাহীনতায় কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যাত্রীদের অপরিচিত কারো কাছ থেকে কিছু খেতে নিষেধ করা হলেও তাঁরা অনেক সময় বিষয়টি গুরুত্ব দেন না, ফলে এমন ঘটনা প্রায়ই ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *