ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ লরেঞ্জো

খেলা

fifaক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়ালের বিপক্ষে কারা খেলার সুযোগ পাবে সবার আগ্রহ ছিলো তাই নিয়েই । সুযোগ ছিলো আর্জেন্টিনা ও নিউজিল্যান্ডের দুই দলের সামনে । শেষ পর্যন্ত ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জো । বুধবার অনুষ্ঠিত সেমিফাইনালে তারা নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে । নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতার পর, অতিরিক্ত সময়ের খেলায় মাতোসের গোলে মেসি’র দেশ পৌঁছে যায় ফাইনালের মঞ্চে ।

দক্ষিণ আমেরিকার ক্লাব চ্যাম্পিয়ন সান লরেঞ্জো খেলার শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে খেলে । পরে, সময়ের ব্যবধানে নিউজিল্যান্ডের ক্লাবটিও, পাল্টা আক্রমণে আসে । তবে, প্রথমার্ধের শেষ মিনিটে বারিনতোসের গোলে লিড নেয় আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জো ।

এরপর, দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে বারলেগার গোলে সমতায় ফেরে ওসেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন অকল্যান্ড সিটি । ম্যাচের নির্ধারিত সময়ের ফলাফল অমীমাংসিত থাকলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে । এ সময়ে কিউই ক্লাবটিকে হতাশায় ডুবিয়ে আর্জেন্টাইন ক্লাব দলটিকে ফাইনালে তুলেন মাটোস ।

শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে রোনালদোর রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে সান লরেঞ্জো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *