জামালপুরে ২টিতে স্বতন্ত্র, ১টিতে আওয়ামী লীগ জয়ী

Slider গ্রাম বাংলা

উপজেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটানিং কর্মকর্তাদের ঘোষিত ফলাফলে জামালপুরের ৩ টি উপজেলার মধ্যে ২ টিতে স্বতন্ত্র ১ টিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রবিবার জামালপুরের ৫ টি উপজেলার ৪৫৬ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।

বকশীগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ তালুকদার মোটরসাইকেল প্রতীকে ৪১ হাজার ৯৩৫ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৭ হাজার ২৬৩ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দি হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাইফুল ইসলাম বিজয়।

ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী জামাল আব্দুন নাছের বাবুল নৌকা প্রতীকে ৪৩ হাজার ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) জিয়াউল হক আনারস প্রতীকে পেয়েছেন ৩৫৮১০ ভোট।

দেওয়ানগঞ্জ উপজেলায় স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) সোলাইমান হোসেন সোলাই মোটরসাইকেল প্রতীকে ৩৬ হাজার ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দি আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৩০ হাজার ৬৭ ভোট।
এছাড়া একক প্রার্থী থাকায় জামালপুর সদর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী মো. আবুল হোসেন, মেলান্দহ উপজেলায় আ.লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মাদারগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুর রহমান বেলাল ও সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী গিয়াসউদ্দিন পাঠান বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *