আপগ্রেড হয়েছে ইনস্টাগ্রামের সেবা

তথ্যপ্রযুক্তি

instagramaবড় ধরনের আপগ্রেড হয়েছে ফটো-ভিডিও শেয়ারিং সার্ভিস ইনস্টাগ্রামের সেবা। দুই বছরের মধ্যে প্রথমবারের মতো সাইটটির সেবায় যোগ হল নতুন ফিল্টার। মঙ্গলবার ইনস্টাগ্রামের আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যাপডেটের সঙ্গে এসেছে নতুন পাঁচ ফিল্টার।

আপডেট করার পর ইনস্টাগ্রাম অ্যাপের ফিল্টার ট্রের শুরুতেই থাকবে ‘ক্রিমা’, ‘স্লাম্বার’, ‘লাডউইগ’, ‘অ্যাডেন’ এবং ‘পারপেকচুয়া’ নামের নতুন ফিল্টারগুলো।

ফিল্টারগুলো ছবিতে ব্যবহার করলে কেমন দেখাবে; তার জন্য যোগ হয়েছে ফিল্টার প্রিভিউ ফিচার। ফিল্টার ট্রের শেষে ‘ম্যানেজ’ সেটিং থেকে ফিল্টারগুলো নিজের প্রয়োজন মতো সাজাতে পারবেন ব্যবহারকারী।

২০১২ সালের ডিসেম্বর মাসের পর ইনস্টাগ্রামে এই প্রথম নতুন কোনো ফিল্টার যোগ হল। প্রতিষ্ঠানটির দাবি, স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তির অগ্রগতি আর ব্যবহারকারীদের সৃজনশীলতা থেকে অনুপ্রানিত হয়েই তৈরি করা হয়েছে নতুন ফিল্টারগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *