চকচকে ধাতুর সোলার প্যানেল শক্তি জোগাবে বহুগুণ

তথ্যপ্রযুক্তি

2015_11_28_17_12_53_32FJxpRqpMhuaH8ncSlvldQq9bjL30_original

 

 

 

 

 

 

সোলার প্যানেলের মাধ্যমে এখন থেকে আর বেশি শক্তি পাওয়া যাবে। এজন্য বিজ্ঞানীরা নতুন প্যানেল উদ্ভাবন করেছেন। এই প্যানেল চকচকে ধাতু দিয়ে তৈরি। এই প্যানেল তৈরির কাজে নিয়োজিত ছিলেন, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক। এই দলে একজন ভারতীয় বংশোদ্ভূত গবেষকও রয়েছেন।

গবেষকরা জানিয়েছেন, তারা  চকচকে ধাতুর ওপরের অংশে অদৃশ্য আলোর মাধ্যমে দ্রুত ব্যাটারি সেলগুলো চার্জ করতে সক্ষম প্যানেল উদ্ভাবন করেছেন।

তাদের আবিষ্কার সৌর শক্তি সঞ্চয়ে নতুন দিগন্তের উম্মোচন করবে এবং সোলার সেলগুলোকে আর বেশি শক্তি জোগাবে।

বেশিরভাগ সোলার প্যানেলগুলোর ওপরের অংশ সূর্যের আলো শোষণ করে  এবং একটি ধাতব পদার্থের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে ব্যাটারিতে শক্তি সংরক্ষণ করে। কিন্তু উজ্জ্বল এই তারগুলো সেমিকন্ডাকটারে পৌঁছাতে সূর্যের আলো প্রতিরোধও করে।

‘ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে আমরা অন্তর্মুখী আলো প্রায় অদৃশ্য ওপরের মেটালের সঙ্গে নতুন উপায়ে সংযুক্ত করতে পেরেছি’ বলেন গবেষণা দলের সদস্য বিজয় নারাসিমহান।

যত বেশি ধাতব ব্যবহার করা হবে ততবেশি আলো অবরুদ্ধ হবে। যত  আলো কম প্রবেশ করবে তত বিদ্যুৎ উৎপাদন কমবে।

তবে সোলার প্যানেলের ধাতুর উপর যদি টাওয়ার এবং চিমনির মতো চেম্বার বসানো যায় তবে সূর্য্যের আলো প্রথমে চিমনিতে পড়বে এরপর চিমনি থেকে ধাতুতে যাবে। এতে করে অধিক আলো সংরক্ষণ করা সম্ভব। নতুন প্রযুক্তিতে তাই করে দেখিয়েছেন তরুণ গবেষকরা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *