আজ আন্তর্জাতিক নারী দিবস

Slider জাতীয় টপ নিউজ

আজ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বজুড়ে দিনটি নারী দিবস হিসেবে পালিত হলেও পৃথিবীর কোনো অংশে এটি উদযাপনের দিন, কোথাও বা প্রতিবাদের। বাংলাদেশে আজ আন্তর্জাতিক নারী দিবস হিসেবেই পালিত হচ্ছে।

দিনটির পেছনে রয়েছে নারীশ্রমিকের অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাস। অনেক দেশে তাই আজো দিনটি পরিচিত আন্তর্জাতিক নারীশ্রমিক দিবস হিসেবেই। ১৮৫৭ সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক এবং অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতো কারখানার নারীশ্রমিকেরা।

রাষ্ট্রবিরোধী প্রতিবাদে বেশির ভাগ সময়ই যা দেখা যায়, এ ক্ষেত্রেও তাই-ই হলো। সেই মিছিলে চলল সরকারি বাহিনীর দমনপীড়ন। ১৯০৮ সালে নিউ ইয়র্কের সোস্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হলো। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ, জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন।

এরপর ১৯১০-এ ডেনমার্কের কোপেনহাগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি যোগ দিয়েছিলেন দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে। এখানেই প্রথম ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন ক্লারা জেটকিন। সিদ্ধান্ত হয়, ১৯১১ সাল থেকে নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে।

বাংলাদেশে দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। নারী দিবস পালন উপলক্ষে বেলা আড়াইটায় সামাজিক প্রতিরোধ কমিটির (৬৬টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম) আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আজ বেলা ১১টায় ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউয়ের জাসদের কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বক্তব্য রাখবেন জাসদ কেন্দ্রীয়, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং জাতীয় নারী জোটের কেন্দ্রীয় নেতারা।

সভাপতিত্ব করবেন জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা। জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দু’জন সাংবাদিককে সম্মাননা এবং ‘গণমাধ্যমে নারী-পুরুষ সমতা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা আজ বিকেল ৫টায় জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হবে।

অপর দিকে সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) চত্বরে একটি র্যালি এবং বিকেল সাড়ে ৩টায় সাগর-রুনি মিলনায়তনে ‘গণমাধ্যমে নারী-পুরুষ সমতা : বাস্তবতা ও করণীয় শীর্ষক’ আলোচনা সভা এবং ডিআরইউয়ের সাবেক নারীবিষয়ক সম্পাদকদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *