শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দল

Slider জাতীয়

48627_bb

 

ঢাকা; নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে পৌঁছেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
বুধবার বিকাল ৪টার দিকে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে। প্রতিনিধি দলে আওয়ামী লীগ সভানেত্রী ছাড়াও রয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল মাল আবদুল মুহিত, এইচ টি ইমাম, ইউসুফ হোসেন হুমায়ুন, মোহাম্মদ জমির, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, সাহারা থাতুন ও সৈয়দ আশরাফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, এডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও আইনমন্ত্রী আনিসুল হক। আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শেষ হবে ইসি গঠন নিয়ে প্রেসিডেন্টের উদ্যোগে ডাকা সংলাপ প্রক্রিয়া। এরপরই প্রেসিডেন্ট ইসি গঠনের কার্যক্রম শুরু করবেন। গত ১৮ই ডিসেম্বর বিএনপি’র সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছিলেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। চার দফায় মোট ২৩টি দলকে আলোচনায় আমন্ত্রণ জানান আবদুল হামিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *