স্মৃতিসৌধ ও শহীদ মিনার তৈরির দাবীতে কাউখালী উপজেলাবাসীর মানববন্ধন

Slider বরিশাল

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত ঃপিরোজপুরের কাউখালীতে উপজেলা সংলগ্ন পুরাতন কোর্ট বিল্ডিং এর সামনের জায়গাতেই স্মৃতিসৌধ ও নতুন শহীদ মিনার নির্মাণের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কাউখালী উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস জিয়াদ। এ সময় তাদের দাবীর প্রতি সংহতি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

মুক্তিযোদ্ধা আলী হোসেন বলেন, শহীদ মিনারের সৃষ্টি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। কিন্তু কাউখালীতে পাল্টে গেছে এই সংজ্ঞা। মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে কাউখালী সরকারী বালক বিদ্যালয়ের সামনে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবদেন করতে হচ্ছে। তিনি বলেন, আশ্চর্য হলেও সত্য স্বাধীনতার ৪৮ বছর পরও কাউখালীতে মুক্তিযুদ্ধের শহীদদের জন্য নির্মিত হয়নি কোনো স্মৃতিসৌধ। এমনকি এ ব্যাপারে নেই কোনো উদ্যোগও।

বক্তরা আরো বলেন, ২০০০ সালে একটি স্মৃতিসৌধ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সেই জায়গায় অবিলম্বে স্মৃতিসৌধ ও শহীদ মিনার নির্মানের দাবী জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *