লালমনিরহাটে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন

গ্রাম বাংলা রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরনে নানান আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।

শুক্রবার(১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় পুলিশ লাইন মাঠ থেকে একটি বর্নাঢ্য র‍্যালী শহর প্রদক্ষিন করে পুনরায় ওই মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিউল আরিফ।

জেলা পুলিশ আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, ক্যাপটেন (অবসর) আজিজুল হক বীরপ্রতিক, জেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি এসএম হামিদ বাবু।

আলোচনা সভা শেষে লালমনিরহাট জেলার তিনজন নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

এর আগে প্রতিকী স্মৃতিস্থম্ভে শ্রদ্ধাঞ্জালী জানান জেলা পুলিশ বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *