কাশ্মীরের সোপিয়ানে বুধবার ভোর চারটা থেকেই গোলাগুলি চলছে। কাশ্মীরের সোপিয়ান জেলার মেমান্দার এলাকায় ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত জঙ্গিদের এ গোলাগুলি চলছে। খবর কলকাতা টুয়েন্টিফোর।
এদিকে, ভারতীয় সেনার এক মুখপাত্র জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী পাকিস্তানি বাসিন্দাদের বাড়ি থেকে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনারা।
সাধারণ মানুষের বাড়িগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। তবে পাল্টা জবাবে ওই বাড়িগুলো তাক করে গুলি চালাচ্ছে না ভারতীয় সেনারা। শুধুমাত্র পাকিস্তানি পোস্টগুলো লক্ষ্য করেই গুলি চালাচ্ছে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।