বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাজারে গভীর রাতে নৈশ প্রহরীকে বেঁধে অস্ত্রের মুখে জিন্মি করে ২টি দোকানের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় ওই নৈশ প্রহরী এবং এক ব্যবসায়ী আহত হয়েছে।
ব্যবসায়ী আলআমীন ফকির জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ১০ চাকার একটি ট্রাকযোগে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত ভূরঘাটা বাজারে গিয়ে নৈশ প্রহরী মরন বেপারীকে অস্ত্রের মুখে জিন্মি করে বেঁধে ফেলে। পরে তারা মুক্তি টেলিকম ও আল আমীন স্টোরের তালা কেটে দোকানে প্রবেশ করে ৩০টি গ্যাস সিলিন্ডার এবং মোবাইল সেট ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।
লুটের বিষয়টি টের পেয়ে পার্শ্ববতী দোকান মালিক রাশেদ সরদার এগিয়ে গেলে তাকে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। খবর পেয়ে শুক্রবার সকালে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।
তবে এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের সনাক্ত করে গ্রেফতারের চেস্টা চলছে বলে জানিয়েছেন গৌরনদী থানারওসি গোলাম সরোয়ার।