অগ্নিকাণ্ডে নিহতদের শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান

Slider জাতীয়


ঢাকা: ২৪ ঘণ্টা আগেও যারা জীবিত ছিলেন; তাদের পুড়ে ঝলসে যাওয়া লাশ এখন কবরে নামাতে হচ্ছে স্বজনদের। রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের দাফনের ব্যবস্থা করা হয়েছে আজিমপুর কবরস্থানে। সেখানে মোট ৮৫টি কবর প্রস্তুত রাখা হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ৩৮ জনের মরদেহ সনাক্ত করে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে মর্গ থেকে মরদহে শনাক্তের পর লাশ হস্তান্তর শুরু হয়। লাশ বুঝে নেওয়ার পর নিহতদের স্বজনদের অনেকেই আজিমপুর কবরস্থানে দাফন করেছেন। নিহতদের অনেকেই পুরান ঢাকার স্থানীয় ছিলেন না। তাই প্রিয়জনের লাশ নিয়ে ঢাকার বাইরে বাড়ির পথ ধরতে দেখা যায় অনেক মানুষকে। ঢাকার বাসিন্দাদের মৃতদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হচ্ছে।

ইতিমধ্যেই মো. ইয়াসিন (৩৩) এবং ইসহাক (৪০) নামের দুজনের দাফন সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের উপ-সমাজ কর্মকর্তা মো. লুৎফর রহমান গণমাধ্যমকে বলেছেন, ‘আরও চারটি মৃতদেহ আনা হচ্ছে বলে আমাদেরকে ফোন করে তাদের স্বজনরা জানিয়েছে। যখনই ওই মৃতদেহ দাফন করতে স্বজনরা নিয়ে আসবে, আমরা প্রস্তুত রয়েছি। প্রয়োজনে সারারাত থাকব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *