গাজীপুরে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

Slider গ্রাম বাংলা

গাজীপুরের শ্রীপুরে ডাকাত দলের ৭ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুর জেলার শিবচর থানার কান্দিগ্রামের মৃত জুলু হাওলাদারের ছেলে সুরুজ হাওলাদার (৩৮), একই থানার দামুকাচোদ্দারের কান্দি গ্রামের মো. ইউসুফ চৌকিদারের পুত্র মোশাররফ হোসেন ওরফে মিলন চৌকিদার (৪০), একই জেলার কালকিনি থানার মিনাজদী হাওলাদার বাড়ী গ্রামের মৃত সোবহান হাওলাদারের ছেলে বারেক হাওলাদার (৫৫) ও কাশিমপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে মোস্তফা (৪৫), মুন্সিগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার দক্ষিণ মালদা গ্রামের আবুল বাশার মোল্লার ছেলে মনিরুজ্জামান (৩৩), গাজীপুর জেলার বাসন থানার কড্ডা গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩০) এবং ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার দূর্গাপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে সাজু (২৩)।

পুলিশ সুপার বলেন, শনিবার ভোর রাতে একদল সশস্ত্র ডাকাত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড মোড় এলাকায় ডাকতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকআপে করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাদের পথরোধ করে আটক করে।

আটককৃতদের কাছ থেকে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, তালা-লোহার কাটার লম্বা যন্ত্র, বাঁটযুক্ত লম্বা চাকু, লম্বা হাতলযুক্ত দা, চাইনিজ কুড়াল এবং সুচালো মাথার রডসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।

তিনি জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের দুর্ধর্ষ সদস্য। তাদের নামে মাদারীপুরের কালকিনী থানা, ডাসার থানা, ঢাকার রূপনগর থানা, আদাবর থানা, মোহাম্মদপুর থানা, কেরানীগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মাহবুবুর রহমানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *