ফোন চার্জে দিয়ে গান শুনছিলেন থাই যুববক ক্রিতিসাদা সুপল (২৪)। আর সেখান থেকেই ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা। রাতে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
চার্জারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই সুপলের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের সংবুরি প্রদেশে গত রবিবার এ ঘটনা ঘটেছে।
বাড়িটির মালিক জানান, তিনি ক্রিতিসাদা সুপলের কক্ষে গিয়ে দেখেন তার কান পুড়ে গেছে।
ক্রিতিসাদা সুপল সস্তা চার্জার ব্যবহার করতেন। সংবুরি প্রদেশের ফ্যান থং থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া তার ব্যবহৃত ইয়ার ফোন, মোবাইল ও চার্জার পরীক্ষা করা হচ্ছে।