কাপাসিয়ায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে দু’জনকে জরিমানা

Slider গ্রাম বাংলা


মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর):গাজীপুরের কাপাসিয়ায় ব্র্হ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা শনিবার সকালে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা জানান, উপজেলার সনমানিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় দুইজনকে অর্থদন্ড করা হয়েছে। তারা হলেন উপজেলার ধানদিয়া গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র মোঃ সজিব ও একই গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র মোঃ শফিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে অবৈধ বালিমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ঘ) ধারায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। সেই সাথে জব্দকৃত বালি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। উল্লেখ, গত ৩০ জানুয়ারি কাপাসিয়া সদর ইউনিয়নের নারায়নপুর রোডে স্থানীয় শীতলক্ষ্যা নদীর চর থেকে অবৈধ ভাবে বালি বিক্রির অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার একজনকে আটক এবং ১ লাখ টাকা জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *