আমরণ অনশনে আন্না হাজারে

Slider বিচিত্র

ফের আন্দোলন শুরু করছেন প্রবীণ গান্ধীবাদী নেতা, সমাজসেবী আন্না হাজারে। লোকপাল ও লোকায়ুক্তের দাবি নিয়ে নিজের গ্রাম রালেগাঁও সিদ্ধিতে আমরণ অনশনে বসতে যাচ্ছেন তিনি। বুধবার সকাল ১০টা থেকে তার অনশন শুরু হবে বলে জানা গেছে।

সংসদে দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল নিয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করেছেন আন্না।

তিনি আরও বলেন, তাকে (আন্না) দেওয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ তার।
সুপ্রিম কোর্টে নির্দেশ সত্ত্বেও লোকপাল ও লোকয়ুক্ত বিল, ২০১৩ মোদী সরকার বাস্তবায়ন করেনি বলেও অভিযোগ করেন প্রবীণ গান্ধীবাদী এই নেতা।

গত আট বছর ধরে আন্না হাজারে লোকপাল ও লোকায়ুক্তের দাবি জানিয়ে আসছেন। এই নিয়ে তৃতীয়বার অনশনে বসতে যাচ্ছেন তিনি। প্রথমবার দিল্লির রামলীলা ময়দানে ২০১১ সালে আমরণ অনশনে বসেছিলেন তিনি। তবে এবার রামলীলা ময়দান নয়, নিজের গ্রামে বসে আমরণ অনশন শুরু করবেন তিনি। তার অনুরাগীদের সেই মঞ্চে ভীড় জমাতে বারণ করা হয়েছে। আন্নার পরামর্শ নিজের নিজের এলাকায় অনশন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *