দেশের প্রতিটি গ্রাম শহরে উন্নীত হবে : সমাজকল্যাণ মন্ত্রী

Slider রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করা হবে। শহরের মতো সেবা প্রতিটি গ্রামের মানুষ ঘরে বসে পাবে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জের উপজেলার ভোটমারী ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘শুধু রাজধানী বা শহরের মানুষ সুখে থাকবে তা নয়, প্রতিটি উপজেলা, ইউপি এমনকি গ্রামকে শহর হিসেবে উন্নীত করা হবে। যেন গ্রামের মানুষ ঘরে বসেই শহরের সুবিধা পায়। ’

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। জনসাধারণের জমিজমার কাগজপত্রের সুরক্ষার জন্যই অত্যাধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে।

ভোটমারী ইউনিয়নের চেয়ারম্যান আহাদুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিব, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, সহকারী কমিশনার ( ভুমি) আবু সাঈদ প্রমূখ।

এর আগে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি প্রায় ৫৪ লক্ষ ব্যয় সাপেক্ষে ২ তলা ভিত বিশিষ্ট ১তলা ভবনের ভোটমারী ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তি প্রস্থর স্থাপন কালে নাম ফলক উন্মোচন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *