ঢাকা:‘পাবুক’ ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ রোববার সকালে পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, থাইল্যান্ড উপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘পাবুক’ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আন্দামান ও তৎসংলগ্ন এলাকা অতিক্রম করে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৪৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল, যা আরো ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সাগর খুবই উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।