গাইবান্ধায় ৩ জনের মনোনয়নপত্র বাতিল

Slider জাতীয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে পুনঃতফসিল অনুযায়ী গতকাল বুধবার পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তারা হলেন-গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, আওয়ামী লীগের শাহ ইয়াকুবুল আজাদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাহমুদুল হক ও জাতীয় পার্টির মনজুরুল হক সাচ্চা।

বৃহস্পতিবার যাছাই-বাছাই অনুষ্ঠিত হলে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে বৈধ প্রার্থী ঘোষণা করার পর অপর তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষাণা করেন রিটার্নিং অফিসার আব্দুল মতিন।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, প্রথম তফসিলের প্রার্থীরা হলেন- সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ ডা. ইউনুস আলী সরকার, জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী দিলারা খন্দকার, জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি, এনপিপির মিজানুর রহমান তিতু, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ দেওয়ান, বাসদের সাদেকুল ইসলাম গোলাপ ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর রাতে এ আসনের ঐক্যফ্রন্টের বিএনপি প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়া আসনটির নির্বাচন স্থগিত করেন ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *