নোয়াখালী: দুই পক্ষের সংঘর্ষে নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ নিহত হয়েছেন।
আজ বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ বলেন, যুবলীগের একটি মিছিলে যুবদল কর্মীরা হামলা করে।
নিহত হানিফের মাথায় আঘাত ও পায়ে শর্টগানের গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। স্থানীয়রা জানিয়েছেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুর রহিম রিজভীর বাড়িতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক চলাকালে নৌকার পক্ষে ভোট চাইতে এলাকায় আসেন যুবলীগের কর্মীরা। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে হানিফ মারা যান।
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।