গাজীপুর সিটি করপোরেশনের ১৪ কর্মকর্তাকে শো”কজ করলেন মেয়র

Slider বাংলার মুখোমুখি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে ১৪ জন কর্মকর্তা-কর্মচারিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আজ সকালে নগর ভবনের মেয়র কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মেয়র এডভোটে জাহাঙ্গীর আলম এ বিষয়টি জানিয়েছেন।

মেয়র জানান, যাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হবে। লাইসেন্স, টেক্স, প্রকৌশল, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও ওয়ার্ড সচিবদের মধ্যে দুর্নীতিগ্রস্থ ১৪ জনকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। এর মধ্যে কর্মকর্তা রয়েছেন ১৪ জন। বাকীরা কর্মচারি।

এর আগে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়েছিল। সাত মাস আগে সিটি করপোরেশনের প্রথম সভায় সকল কর্মকর্তা কর্মচারিকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়েছিল, যাতে নগরের কোন কর্মকর্তা-কর্মচারি কোন ধরণের অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে না পড়েন এবং নগরবাসি যাতে কোনভাবেই ভোগান্তিতে না পড়েন।

কিন্তু সাত মাসেও যাতে সংশোধন ও সতর্ক হতে পারেন নি। তাদের মধ্যে ১৪ জনকে প্রাথমিকভাবে শোকজ করা হয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে তাদের বিরুদ্ধে চুড়ান্ত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, গাজীপুর মহানগর হবে একটি দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *