ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী সালামকে অবাঞ্চিত ঘোষণা

Slider জাতীয়

ঢাকা-১৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়া বিএনপির প্রার্থী আব্দুস সালামকে অবাঞ্চিত ঘোষণা করেছে মোহাম্মদপুর-আদাবর-শেরে বাংলা নগর থানা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। মনোনয়ন ঘোষণার পর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপি ও অংগ-সংগঠনগুলোর সংশ্লিষ্ট থানা কমিটির প্যাডে এ সিদ্ধান্তের কথা জানিয়ে আলাদা আলাদা বিবৃতিও দেয়া হয়েছে।
মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মারুফ স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, বহিরাগত, সংস্কারপন্থী ও নেতাকর্মীদের স্বার্থবিরুদ্ধ কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে ঢাকা-১৩ মোহাম্মদপুর-আদাবর-শেরে বাংলা নগর থানা আসনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ঢাকা-১৩ আসনে সদ্য ঘোষিত বহিরাগত সংস্কারপন্থী জাতীয় পাটি থেকে আসা এবং বিএনপি অফিসে তালা দেওয়া ব্যক্তি আব্দুস সালামকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আবুল হাসেমের সভাপত্বিত সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রহমান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা জাসাস সভাপতি কাইছার আহাম্মেদ, মোহাম্মদপুর থানা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম আলমগীর, মোহাম্মদপুর থানা ছাত্র দলের সাবেক যুগ্ম-আহবায়ক লিটন মাহামুদ বাবু, আদাবর থানা যুব দলের সাধারণ সম্পাদক রফিউদ্দিন ফয়সাল, মোহাম্মদপুর থানা যুব দলের সভাপতি জাহিদ হোসেন মোড়ল, মোহাম্মদপুর থানা সেচ্ছাসেবক দলের সভাপতি মান্নান হোসেন শাহীন, শেরে বাংলা নগর থানা যুব দলের সাধারণ সম্পাদক শাহ জামাল বাবু, মোহাম্মদপুর থানা যুব দলের সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলামিন, শেরে বাংলা নগর থানা যুব দলের সিনিয়র সহ-সভাপতি মোনায়েম হাওলাদার, আদাবর থানা সেচ্ছাসেবক দলের সভাপতি জামাল উদ্দীন শিকদার, আদাবর থানা জাসাস সভাপতি জাহিদ হোসেন ইমন, সাধারণ সম্পাদক সোহেল রানা, মোহাম্মদপুর থানা ছাত্র দলের সভাপতি মাজারুল ইসলাম রাসেল, আদাবর ছাত্র দলের সভাপতি মোজাম্মেল হোসেন।

এছাড়াও সাবেক ছাত্রদলের সোনালী ফসল ও জননেতা হাবীব-উন-নবী সোহেল খানের গ্রেফতারে এই সংস্কারপন্থী আব্দুস সালামের হাত রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *