ভয়ঙ্কর রূপ নিচ্ছে কুইন্সল্যান্ডের দাবানল, সর্বোচ্চ সতর্কতা জারি

Slider সারাবিশ্ব

ভয়ঙ্কর রূপ নিয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে দাবানল। ইতোমধ্যে অঞ্চলটির ঘর-বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিবিসি।

বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই প্রথম রাজ্যটিতে দাবানল বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো। বর্তমানে কুইন্সল্যান্ডজুড়ে ১৩০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। এগুলো তীব্র বাতাস, তাপ এবং শুকনো গাছপালার কারণে আরও মারাত্মক আকার ধারণ করছে।

এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক মনে করা হচ্ছে গ্রেসমেয়ার শহরের দিকে অগ্রসরমান দাবানলটিকে। গ্রেসমেয়ার এবং তার আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের পার্শ্ববর্তী রকহামটন শহরে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে দাবানলে ক্ষতিগ্রস্ত হয় পাশের রাজ্য নিউ সাউথ ওয়েলস। বর্তমানে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে খরা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *