ঈশ্বরগঞ্জে জাপার অফিসে আওয়ামী লীগের হামলা, পুলিশের গুলি, আটক ৯

Slider সারাদেশ


ময়মনসিংহ: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে উপজেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে ভাঙচুর করেছে। এ সময় বেশকয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে চালানো এই হামলায় জাপার চারজন আহত হয়েছেন। এর আগে মনোনয়নের ঘোষণা না পেয়ে ওইদিনই দিনভর মিছিল ও সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শাকের হোসেন সিদ্দিকী এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন। তবে কোনো মামলা হয়নি।

হামলায় আহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা কমিটির সদস্য আতাউর রহমান, তার ছেলে উপজেলা যুব সংহতির আহ্বায়ক সারোয়ার্দী সুজন এবং জাতীয় ছাত্রসমাজের ও যুবসংহতির দুই সদস্য কাকন ও দীপ্ত তালুকদার। এ সময় নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেল ও জাপা কার্যালয়ের চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। আহতদের রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি রাবার বুলেট ও একটি কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *