শেরপুরে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেফতার

Slider রাজনীতি

বগুড়ার শেরপুরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার ও শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন জামায়াতের নেতা স্থানীয় খামারকান্দি ছুতারপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৪৫), একই গ্রামের জামায়াতের কর্মী মোখলেছুর রহমান (৪৮) ও পাশের গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের বাসিন্দা মো. রায়হান (৩৫)।

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান, উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় অবস্থিত বিএনপির আঞ্চলিক কার্যালয়ে গত ৫ সেপ্টেম্বর রাতে গোপনে বৈঠক করছিল। সেই বৈঠকে পুলিশি অভিযানের সংবাদ পেয়ে গ্রেফতারকৃত তিনজনসহ আরো কয়েকজন বিএনপি ও জামায়াতের কর্মীরা পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে পেট্রোল বোমা, দেশীয় অস্ত্রসস্ত্রসহ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয় এবং এই মামলায় গত শুক্রবার ও শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *