দীর্ঘ ৬ বছর প্রেম করার পর সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ইতালির লেক কোমোয় তাদের বিয়ে সম্পন্ন হয়।
নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সকলেই। বাদ যাননি অভিনেত্রী রাবিনা ট্যান্ডনও। তবে তারই মাঝে দীপিকার জানানো এক গোপন কথা ফাঁস করে দিয়েছেন তিনি।
রাবিনা বিয়ের শুভচ্ছা জানাতে গিয়ে লিখেছেন, ‘টাচ উড, আমি ভীষণ খুশি। একটা গোপন কথা জানাই, বহু বছর আগে দীপিকা বিমানে যাওয়ার সময় আমার সঙ্গে শেয়ার করেছিলেন। বলেছিলেন, রণবীর আমাকে বাড়ির মতো অনুভূতি দেয়। ও কাছে থাকলে আমার মনে হয় আমি বাড়িতে আছি। আমি দীপিকার ওই কথাগুলো কখনও ভুলবো না। সত্যি! দীপিকাকে দেখে মনে হচ্ছে, ও বাড়িতেই আছে।
আনন্দে আছে। ঈশ্বর ওদের দুজনকেই আশীর্বাদ করুন। ‘