ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।
তার নাম হুজাইফা রশিদ।
তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।
সাবেক এক শিক্ষার্থীর আত্মহত্যার পর সাত দিনের মাথায় এ ঘটনা ঘটলো। এ নিয়ে গত দশ দিনে বর্তমান ও সাবেক চারজন শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেল। তাদের মধ্যে তিনজনই নারী।
হুজাইফা রশিদের সহপাঠী আমিনুল ইসলাম রাফি জানান, বৃহস্পতিবার দুপুরে হুজাইফা টঙ্গিতে তার নিজ বাড়ির কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
‘‘হুজাইফা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দু’বার ইয়ারড্রপ করেছিল। পুনরায় ভর্তির পর এবছরও ঠিক মতো ক্লাস-পরীক্ষায় অংশ নেয়নি। এ নিয়ে তাকে কিছুটা হতাশ মনে হতো,” যোগ করেন তিনি।
গত ১২ নভেম্বর বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ফাহমিদা রেজা সিলভী নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেন।
এর দু’দিন পর ১৪ নভেম্বর আত্মহত্যা করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের পুষ্টি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী লাইলা আঞ্জুমান ইভা।
সর্বশেষ গত ১৬ নভেম্বর মেহের নিগার দানি নামে ইংরেজি বিভাগের সাবেক এক শিক্ষার্থী আত্মহত্যা করেন।