৩৮ বছর বয়সে ফের পেশাদার ফুটবলে ব্রাজিলের রোনালদো!

খেলা

image_162919.ronaldo 1আবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পেশাদার ফুটবল খেলতে মাঠে নামছেন ব্রাজিলের “দ্য ফেনোমেনন” রোনালদো! ৩৮ বছর বয়সে আমেরিকান ফুটবল লিগে অভিষেক হতে যাচ্ছে তাঁর। দুইবার বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারজয়ী এই খেলোয়াড় অবশ্য খেলবেন নিজেরই ক্লাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *