রাজবাড়ী-২ আসনে বিএনপি-র মনোনয়ন দৌড়ে এগিয়ে লায়ন এ্যাডঃ আব্দুর রাজ্জাক

Slider সারাদেশ


শেখ মামুন, রাজবাড়ী: রাজবাড়ী-২ আসন থেকে ইতিমধ্যে মনোনয়ন পত্র কিনেছেন কালুখালী উপজেলা বিএনপি-র আহবায়ক বিশিষ্ট শিল্পপতি ও জেলা বিএনপি-র সহ-সভাপতি লায়ন এ্যাডঃ আব্দুর রাজ্জাক, তিনি তার আসনে নির্বাচনের ব্যাপারে কথা বললে তিনি যানান আমি নিজে রাজবাড়ী বাসির কল্যাণে নিজ উদ্যোগে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি, এখানে নিজে শিল্পকারখানা করেছি(কিং জুট মিলস্)যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, আমার ব্যক্তিগত ভাবে নিজের জন্য কিছুই চাওয়ার নেই, আমি দলের উপর মহলের সিদ্ধান্তক্রমে যদি নমিনেশন পাই আর জনগণ যেহেতু আমাকে চায় আল্লাহ্‌’র রহমতে এ আসন থেকে এমপি হলে আমি জনগণের সেবা আরও দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো বলে আশা রাখি।আমি মনে করি দলের মধ্যে যতটুকু স্থানীয় ভাবে ভুল বুঝাবুঝি সেটা দেশের বৃহৎ স্বার্থে দুর হয়ে যাবে।

তিনি আরও বলেন আমাদের দলের শীর্ষ নেতাদের নামে যেভাবে হামলা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বাধা সৃষ্টি হচ্ছে, দেশের মানুষ শান্তি চায়,সংঘাত চায়না, কিন্ত বর্তমানে সরকারী দল যেভাবে রাজনীতির পরিবেশকে পুলিশ দিয়ে ভীতিকর করে তুলছে সেটা আশঙ্কাজনক। তিনি আরও বলেন সারা দেশে যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে রাজবাড়ী-২ আসনে বিএনপি বিপুল ভোটে জয়ি হবে বলে আমার বিশ্বাস।সর্বশেষ তিনি আল্লাহ্‌’র উপর ভরসা এবং জনগণের উপরে আস্থা ও বিস্বাস এবং সমর্থন কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *