জনতার জোয়ারে নৌকা ভেসে যাবে: মওদুদ

Slider গ্রাম বাংলা


ঢাকা:এদেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। গত ১০ বছরে মানুষ ভোটের অধিকার হারিয়েছে। সমানভাবে বিচার পাওয়ার অধিকার হারিয়েছে। আজ রাজশাহীর আলিয়া মাদরাসা মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশে এ কথা বলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি আরও বলেন, এই স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়তে চায় না। এ জন্য একদিনে আমাদের ২২০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নেত্রীর ভালো চিকিৎসার কথা বলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু একদিনের মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে কারাগারে পাঠিয়েছে।

নির্বাচন কমিশন প্রসঙ্গে মওদুদ বলেন, এই কমিশন চোখেও দেখেনা।
কানেও শোনে না। আমরা তাদের তফসিল পেছানোর অনুরোধ করেছিলাম। তারা তা করেনি। এই নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক কমিশন। নির্বাচন কমিশন নাকি আজ প্রশাসনের দায়িত্ব নিয়েছেন। এটা মিথ্যা কথা।

আমরা তাদের বিনা চ্যালেঞ্জে পার হতে দিতে পারি না। আমরা যদি মাঠে নামি জনতার জোয়ারে নৌকা ভেসে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *