শ্রীপুরে জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের দ্বায়ে শিক্ষের দু-বছরের কারাদণ্ড!

Slider গ্রাম বাংলা

রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে জেএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে নকল সরবরাহ করার অপরাধে গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিনকে দু’বছরের সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। একই সাথে খোজেখানি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুনা আক্তারকে এক বছরের জন্য বহিষ্কার করেন।

আজ গণিত পরীক্ষা চলাকালে গাজীপুরের শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

জানাযায় আজ গণিত পরীক্ষা চলাকালে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রে গোসিঙ্গা উচ্চ বিদ্যালযের সিনিয়র শিক্ষ হেলাল উদ্দিন গোসিংগা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুনা আক্তারকে নকল সরবরাহ করেন।এসময় কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত উপজেলা পরিবারপরিকল্পনা কর্মকর্তা জিনাত সারমিন হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার পরীক্ষা আইনে অভিযুক্ত শিক্ষকে ভ্রাম্যমান আদালতে দু’বছরের সাজা প্রদান করেন। একই সাথে ওই ছাত্রীকে এক বছরের জন্য বহিষ্কার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *