শ্রমিক আন্দোলনও বাণিজ্যে পরিণত হয়েছে: মেনন

Slider রাজনীতি

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, রাজনীতির মত শ্রমিক আন্দোলনও এখন বাণিজ্যের বিষয়ে পরিণত হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের অসংখ্য ফেডারেশন থাকলেও গার্মেন্টস শ্রমিকদের পক্ষে দর কষাকষির আন্দোলন ও নেতৃত্ব নাই।

এ কারণেই গার্মেন্টসের মালিকদের সংগঠন বিজেএমইএ গার্মেন্টস শ্রমিকদের নিম্ন মজুরি নির্ধারণে তাদের বেসিক বেতন কমিয়ে দিতে সক্ষম হয়েছে। পাট কলের শ্রমিকদের হপ্তা মাসের পর মাস বাকি পড়ে আছে।
কিংবদন্তী শ্রমিক নেতা আবুল বাশারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে রাজধানীর পার্টি কার্যালয় অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, নুরুল হাসান, মাহামুদুল হাসান মানিক, কামরূল আহসান, কেন্দ্রীয় সমদস্য শরীফ সমশির ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *