লালমনিরহাটকে ভিক্ষুক মুক্ত ঘোষণায় পূর্ণবাসন শুরু

Slider বিচিত্র

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: ভিক্ষুক মুক্ত লালমনিরহাট জেলা গঠনের লক্ষ্যে জেলা প্রশাসন ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের সহায়তায় পূর্ণবাসন এবং বিকল্প কর্মসংস্থানের কার্জক্রম শুরু হয়েছে।

গতকাল রোববার দুপুরে জেলা সদরের মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ভিক্ষুকদের পূণর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন এ্যাড. সফুরা বেগম রূমী এমপি।

এসময় প্রত্যেক ভিক্ষুককে ২টি করে ছাগল, ১০টি মুরগি ও নগদ টাকা প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায়, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, জেলায় কর্মরত সকল সরকারী ও বেসরকারী কর্মকর্তা কর্মচারীদের ১দিনের বেতনের অর্থ দিয়ে ভিক্ষুকদের এ পূণর্বাসন কার্জক্রম শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *