কাপাসিয়ার শিক্ষার্থীরা ‘বিজয় ফুল’ প্রতিযোগিতায় ৫ টি বিষয়ে জেলায় প্রথম

Slider নারী ও শিশু

মাসুদপারভেজ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:‘বিজয় ফুল’ প্রতিযোগিতায় গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা পর্যায়ে ৫ টি বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে। বিজয়ী শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা অফিসার ও অভিভাবকরা ৪ নভেম্বর, রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসরাত আরা’র সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

শিক্ষা মন্ত্রনালয়ের জারীকৃত সার্কোলার অনুযায়ী উপজেলা পর্যায়ে গত ২৯ অক্টোবর শুরু হওয়া ‘বিজয় ফুল’ প্রতিযোগিতায় ৮টি বিষয়ের উপর শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। ২ নভেম্বর জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহন করে একক ভাবে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাসনিম তাবাস্সুম কবিতা পাঠ, সূর্যনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রজনী আক্তার রিমু কাগজ দিয়ে ‘বিজয় ফুল’ তৈরী, হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ন্তি দাস সেথা ও তার দল জাতীয় সঙ্গীত পরিবেশন, আঞ্জাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনোভা কবির তানহা ও তার দল দেশাত্ববোধক গান পরিবেশন করে প্রথম স্থান অধিকার করেছে।

মাধ্যমিক পর্যায়ে উপজেলার তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইমা মাহমুদ শোভা কবিতা পাঠ করে প্রথম স্থান অধিকার করে। এছাড়া পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসফিয়া জামান তাসনিম কবিতা পাঠ করে জেলা পর্যায়ে ৩য় স্থান অধিকার করেছে।
৬ নভেম্বর ঢাকার আজিমপুর গার্ল স্কুল ক্যাম্পাসে বিভাগীয় পর্যায়ে ‘বিজয় ফুল’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসারের সাথে স্বাক্ষাতের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার ফাতেমা, কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসী দিপু, সূর্যনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপা রাণী মল্লিক সরকার, হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না আক্তার লাভলী, আঞ্জাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা, অভিভাবক কন্ঠশিল্পী সাংবাদিক সঞ্জীব কুমার দাস, বেলায়েত হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *