দিল্লিতে নিষিদ্ধ হতে পারে প্রাইভেট কার

Slider বিচিত্র

ভারতের রাজধানী নয়া দিল্লিতে সম্ভবত ব্যক্তিগত যানবাহন চলাচল নিষিদ্ধ হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দিল্লির বায়ূ দূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, অবস্থার অবণতি হলে এমন সিদ্ধান্ত নেয়া হবে।

তখন শুধু গণপরিবহন চলাচল করতে দিল্লির রাস্তায়।
দেশটির পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান ভুর লাল জানান, আশা করছি দিল্লির বায়ু দূষণ আরও খারাপের দিকে যাবে না। যদি যায় তাহলে জরুরি অবস্থার অবতারণা হবে, আমাদের ব্যক্তিগত পরিবহন বন্ধ করে দিতে হবে। এ বিষয়ে একটি কমিটি আছে যারা আমাকে করণীয় সম্পর্কে পরামর্শ দেবে।

দিল্লির মুখ্য মন্ত্রী অরবিন্দ কেজরিয়াল এক টুইটে বলেছেন, প্রতি বছর কেন্দ্রীয় সরকার ও পাশ্ববর্তী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানার সরকারের কারণে ভুক্তভোগী হয় দিল্লি।

ভারতের কৃষিপ্রধান রাজ্য পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা শীতের সময় আগের মৌসুমের শস্যের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলে এবং নতুন শস্য চাষের প্রস্তুতি নেয়। সেই ধোঁয়াও দিল্লির বায়ু দূষণের অন্যতম কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *