মোঃ জাহিদুল ইসলাম,ডিমলা প্রতিনিধি ঃ নীলফামারীর ডিমলা উপজেলায় জুয়া খেলার অপরাধে ৫ জন ও মাদক বিক্রেতার অপরাধে ২ জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ডিমলা থানা সুত্রে জানা যায়, উপজেলার ডিমলা সদর ইউনিয়নের ১নং ওয়াডের উত্তর তিতপাড়া গ্রামের ভাটিয়া সোনাবেছা টারিতে এক বাড়িতে গোপন সংবাদের ভিক্তিত্বে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দীন শেখ ও তদন্ত (ওসি) মোঃ সোহেল রানা এর নেতৃত্বে,এস আই মোঃ রাশেদুজ্জামান, এস আই,আখতারুজ্জামান,এস আই কালাম, তার সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁদের জুয়া খেলার সময় হাতে নাতে গ্রেফতার করে।
অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে গয়াবাড়ি ইউনিয়নে আব্দুল মামুদের বাড়িতে মাদক বিক্রি করার সময় ১শ গ্রাম গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করেন ডিমলা থানার পুলিশ।
গ্রেফতারকৃত জুয়ারীরা হলেন, ডিমলা সদর ইউনিয়নের আবু কালাম এর পুত্র মিজানুর রহমান, দ্বীপেন হাজেরার পুত্র বিপুল হাজেরা উভয়ের সাং-বন্দর খড়িবাড়ি, খোরশেদ আলীর পুত্র বোরহান আলী,জব্বার হোসেন এর পুত্র সায়েদ আলী,মৃত তমিজ উদ্দীন এর পুত্র তরিকুল ইসলাম সকলের সাং- উত্তর তিতপাড়া ও মাদক বিক্রেতা মৃত এন্তাজ আলীর পুত্র গাজী রহমান, সাং-আকাশকুড়ি নাউতরা, আব্দুল মামুদ এর স্ত্রী রমিছা বেগম কে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. নাজমুন নাহার,কে উক্ত বিষয়ে অবগত করলে দ্রুত সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ৫ জুয়ারীকে ১৮৬৭ এর ৪ ধারায় জুয়া খেলার অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং মাদক বিক্রয়ের জন্য মাদক নিয়ন্ত্রন আইনে ১৯৯০ এর ২৬ ধারার অপরাধে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকতৃদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মঙ্গলবার বিকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।