খুলনায় পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু

Slider টপ নিউজ

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে খুলনায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন শ্রমিকরা নিজেরা গণপরিবহন চালানো বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে থামিয়ে দিচ্ছেন অটোরিকশাসহ বিকল্প বাহন। এ কারনে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ ও স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা।

খুলনার সোনাডাঙ্গা, রয়েলের মোড়, রূপসা বাস স্ট্যান্ড থেকে কোন পরিবহন যাতায়াত করছে না। এসব স্থানে মানুষকে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে দেখা গেছে।

শ্রমিক নেতারা জানায়, সড়ক পরিবহন আইনে দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে, অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আইনে সড়ক দুর্ঘটনা মামলায় অপরাধী হয়ে ফাঁসির ঝুঁকি রয়েছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পেশায় দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। অন্যদিকে, জনভোগান্তির দ্রুত অবসান দাবি করেছেন সাধারণ যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *