ভয়ঙ্কর ভারত, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি

Slider বিচিত্র

আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া হয়ে আছে। আর তারই জের ধরে এবার নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইসরায়েলের সঙ্গে ৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার মূল্যের চুক্তি করেছে ভারত।

এর আগে সম্প্রতি রাশিয়ার সঙ্গেও পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি করে দেশটি। বুধবার ইসরায়েল অ্যারোস্পেস ইন্ড্রাস্ট্রিজ (আইএআই) বিবৃতিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানায়।
আইএআই ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে চুক্তিটি করেছে। এর আওতায় বারাক-৮ ও সাতটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা করা হবে। গতবছর ৬৩ কোটি মার্কিন ডলারের অংশ হিসেবে এ চুক্তি করা হলো।

ইসরায়েলের সব থেকে বড় প্রতিরক্ষা ফার্ম হলো আইএআই। বলা হচ্ছে, বিশ্বজুড়ে দেশটির বারাক-৮ ব্যবস্থা বিক্রি এখন ৬০০ কোটিতে এসে দাঁড়িয়েছে।

বারাক-৮ এর এলআরএসএএম এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যা ভারত ও ইসরায়েলের নৌ, বিমান ও স্থল বাহিনী ব্যবহার করে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিশ্বের শীর্ষ অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে ইসরায়েল অন্যতম। এর প্রতিরক্ষা খাতের প্রায় ৬০ শতাংশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রফতানি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *