অর্থমন্ত্রী অসুস্থ, ড. কামাল ব্যর্থ!

Slider অর্থ ও বাণিজ্য জাতীয় টপ নিউজ ঢাকা নারী ও শিশু বাংলার আদালত বাংলার মুখোমুখি রাজনীতি সারাদেশ

44033_malhigh_sm1

গ্রাম বাংলা ডেস্ক:
ঢাকা: কামাল হোসেন অর্থমন্ত্রীকে অসুস্থ বলার একদিন পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ড. কামাল হোসেন একজন ‘ব্যর্থ লোক।’ তার কথার কোন দাম নেই। গতকাল সচিবালয়ে ড. কামাল হোসেনের মন্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া

জানতে চাইলে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। ড. কামালকে ‘ব্যর্থ লোক’ বলার কারণ ব্যাখ্যা করে মুহিত বলেন, বঙ্গবন্ধু তাকে (ড. কামাল) যে সুযোগ দিয়েছিলেন, তা তিনি কাজে লাগাতে পারেননি। তিনি সফল হতে পারেননি। সে কারণেই তিনি একজন ব্যর্থ লোক।

উল্লেখ্য, মিরপুরের ময়ূরী কমিউনিটি সেন্টারে শনিবার সন্ধ্যায় নাগরিক ঐক্যের ডাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছিলেন, অর্থমন্ত্রী জাতিকে অবাস্তব স্বপ্ন দেখিয়েছেন। বিষয়টি জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সে আমার বন্ধু ছিল। কিন্তু সে যে মানসিকভাবে পুরোপুরি অসুস্থ তা আমি এখন বুঝেছি। অসুস্থ না হলে কেউ কি কথা নেই বার্তা নেই, শুধু হিঃ হিঃ করে হাসে? তার (অর্থমন্ত্রী) ওই হিঃহিঃ আমার সহ্য হয় না।

এ প্রসঙ্গে মুহিত বলেন, আমি গণফোরামের সাধারণ সম্পাদক ছিলাম না। তার (ড. কামাল) অনুরোধে ১৯৯৩ সালে আমি সভাপতিম-লীর সদস্য হিসেবে গণফোরামে যোগ দেই। ১৯৯৪ সালে সেখান থেকে চলে আসি।

এর আগে গতকাল ‘বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন’, ‘ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো’ ও ‘ঢাকা টোব্যাকো’র প্রতিনিধিরা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

‘বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণ করা হবে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বোর্ডের দায়িত্ব আমার কাছে থাকলেও চেয়ারম্যান নিয়োগ দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *