কিছু করে দেখাতে চান এবার তোরে-দ্রগবারা

খেলা টপ নিউজ সারাবিশ্ব

torogo
ক্রীড়া ডেস্ক:
গ্রাম বাংলা নিউজ২৪.কম
ঢাকা: আট বছর আগে জার্মান বিশ্বকাপে অভিষেক হওয়া আইভরি কোস্ট দলটি তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখনো পর্যন্ত অবশ্য নক আউট পর্ব পর্যন্ত উঠতে পারেনি তারা। তবুও দলটির সাফল্য লাভের ব্যাপারে বেশ আশাবাদী কৃতী ফরোয়ার্ড ইয়াইয়া তোরে। কাল তিনি বলেছেন, সফল্য লাভে এবার কী করতে হবে সেটা তারা জানেন! ১৯৯৯ সাল থেকে দু’টি গৃহযুদ্ধ পশ্চিম আফ্রিকার দেশটির অবকাঠামো ভেঙে দিয়েছে। তোরে মনে করেন জাতীয় দলটি হচ্ছে আইভরিয়ানদের একমাত্র অস্ত্র, যেটি তাদের মাতৃভূমির হারানো গৌরব ফিরিয়ে আনতে পারে। ম্যানচেস্টার সিটির এই তারকা দি মিররকে দেয়া সাাৎকারে বলেন, ‘বছরের পর বছর ধরে এখানকার জনগণের কাছে ফুটবলই হচ্ছে জীবনের বড় একটি অংশ। যুদ্ধচলাকালীন প্রত্যেকের জীবন ছিল দুর্বিষহ। অবস্থা ভালো ছিল না, জীবনব্যবস্থা ছিল কঠিন আর আমরা চাইতাম আমাদের এই জনগণের আনন্দ কিছুটা হলেও ফিরিয়ে দিতে।’ তিনি বলেন, ‘সবসময় আমাদের দলের প্রধান ল্য হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে খেলা। যাতে আইভরি কোস্টের জনগণকে খুশি করা যায় এবং তারা দেশকে নিয়ে গর্বিত হয়। আমরা তাদের বলতে চাই, আমাদের ফুটবল দেখে তোমরা উপভোগ কর। যুদ্ধের চিন্তা মন থেকে তাড়িয়ে দাও। এটিই হবে সবার জন্য মঙ্গল। যা তোমাকে গর্বিত করবে।’
তরে বলেন, ‘তুমি যখন তোমার দেশের জন্য খেলবে, তখন সব সময় এটি তোমাকে চাপের মধ্যে রাখবে। কারণ তুমি জান এটি কতটা গুরুত্বপূর্ণ। ভালো করার জন্য তুমি অবশ্যই মরিয়া হয়ে উঠবে। তবে ফুটবলে তুমি নিশ্চয় সব সময় জয়লাভ করতে পারবে না। সেখানে মাঝে মধ্যে তোমাকে ব্যর্থ হতে হবে। আমাদেরও এরকম প্রচুর ব্যর্থতা রয়েছে। তবে এটি তখনই বেশি পীড়াদায়ক হয়, যখন সেটির প্রতি মানুষের চাহিদা অতিমাত্রায় বেড়ে যায়। এবং নেতিবাচক ফলাফল লাভ করে।’ তোরে জানিয়েছেন, এখন আইভরি কোস্টের সময় এসেছে দতা প্রদর্শনের। একইভাবে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিরও ইঙ্গিত দিয়েছেন। ‘আমাদের স্কোয়াডে বেশ ক’জন দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। তাই আমরা সবাই ভাবছি উপযুক্ত দতা প্রদর্শনের এখনই সময়।’
তিনি বলেন, ‘যখন আপনি আমাদের স্কোয়াডের দিকে তাকাবেন তখন দেখবেন আত্মবিশ্বাসে পরিপূর্ণ দিদিয়ার দ্রগবা, সলোমন কালু, উইলফ্রাইড বনি, গারভিনহো ও দিদিয়ার জোকোরার মতো আইকন খেলোয়াড়দের। তাই আমি বুঝতে পারি না কেন আমরা এরকম একটি ট্রফি জয় করতে পারব না। আমরা সেটি চাই। আশা করি অচিরেই আমরা এই স্বপ্নের বাস্তব রূপ দিতে পারব। যদিও শিরোপা জয়ের প্রস্তুতি নেয়ার মতো পর্যাপ্ত সময় আমাদের মধ্যে অনেকেই পায়নি। তবে সে দিন আর বেশি দূরে নয়, যখন আমরা শিরোপার দিকে হাত বাড়াব। আমাদের তরুণ প্রজন্ম সেভাবেই এগিয়ে আসছে।’ তথ্য সূত্র : গোল ডট কম/বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *