রাজধানী ঢাকার কোথায় কখন কি বিনোদন

Slider ঢাকা

ঢাকা: ঢাকা শহরের বিনোদনের স্থান ও তথ্যঃ

বাংলাদেশ জাতীয় জাদুঘরঃ
ঠিকানাঃ জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে পিজি হাসপাতাল, রমনা পার্ক ও চারুকলা ইন্সটিটিউটের পাশে অবস্থিত।
সময়সূচী:
(১) এপ্রিল থেকে সেপ্টেম্বর- শনিবার থেকে বুধবার( সকাল সাড়ে দশটা- বিকাল সাড়ে পাঁচটা)
শুক্রবার ( বিকাল তিনটা- রাত আটটা)
(২) অক্টোবর থেকে মার্চ- শনিবার থেকে বুধবার( সকাল সাড়ে দশটা- বিকাল সাড়ে চারটা)
শুক্রবার ( বিকাল তিনটা- রাত আটটা)
(৩) রমজানের সময় – শনিবার থেকে বুধবার( সকাল দশটা- বিকাল চারটা)
টিকিটের মূল্য:
(১) বাংলাদেশ ও সার্কভুক্ত দেশের অধিবাসীদের জন্য – বিশ টাকা
(২) ৩-১২ বয়সী শিশুদের জন্য – দশ টাকা
(৩) সার্কভুক্ত দেশের বিদেশীদের জন্য – বিশ টাকা
(৪) অন্যান্য দেশের বিদেশীদের জন্য – একশত টাকা
মিরপুর চিড়িয়াখানাঃ
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ-রোববার (তবে অন্য কোন সরকারি ছুটি থাকলে খোলা থাকে)। প্রবেশ মূল্যঃ ২০ টাকা।
শিশু পার্কঃ
প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত খোলা থাকে। রবিবার বন্ধ। উল্লেখ্য যে, বৃহস্পতিবার শুধু ছিন্নমূল শিশুদের জন্য খোলা রাখা হয়।
শ্যামলী শিশুমেলাঃ
এটি ঢাকার শ্যামলীতে অবস্থিত। বেসরকারী সংস্থা পরিচালিত শিশুদের পার্ক। প্রতিদিন সকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক কোনো বন্ধ নেই।
ফ্যান্টাসি কিংডম – আশুলিয়াঃ
প্রতিদিন খোলা থাকেঃ সকাল ১১.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা।
শুক্রবার ও অন্যান্য ছুটির দিনঃ সকাল ১০.০০ টা থেকে রাত ১০.০০ টা।
বিমান বাহিনী যাদুঘরঃ
ঠিকানাঃ তেজগাঁও রানওয়ের পশ্চিম পাশে।
সময়সূচী:
(১) সোম থেকে বৃহস্পতি দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ।
(২) শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ।
সাপ্তাহিক বন্ধের দিন: রবিবার
টিকিটের মূল্যঃ
বিশ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *