কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলা দৈনিক দিনকাল প্রতিনিধি ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আলআমিন দেওয়ানের পিতা মরহুম মোহাম্মদ আলী দেওয়ানের প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার জুমবা বাদ তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামে মরহুমের নিজ বাড়িতে পালিত হয়েছে।
এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, পবিত্র কোরআন তেলাওয়াত ও তার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়েছে। মরহুম মোহাম্মদ আলী দেওয়ান একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও ধর্মভীরু ছিলেন। তিনি গত ১৯ অক্টোবরে প্রায় একশ বছর বয়সে পিতামাতার সাথে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন।