৩ কোটি ৩০ লাখ সিম এখনও অনিবন্ধিত

Slider তথ্যপ্রযুক্তি

 

 

16158_f3

 

 

 

 

 

আগামী ৩১শে মের পর অনিবন্ধিত সিম পুনঃনিবন্ধনের জন্য সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তারানা হালিম বলেন, ৩১শে মের মধ্যে যারা সিম নিবন্ধন করতে পারবেন না, তাদের সিম ডিঅ্যাকটিভ হয়ে গেলেও সেই সিম নতুন করে কেনার
জন্য দুই মাস সময় পাবেন। তবে প্রবাসী বাংলাদেশিরা সময় পাবেন ১৮ মাস। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাদের সিম নম্বর কিনে না নেন, তবে মোবাইল কোম্পানিগুলো তা বিক্রি করে দিতে পারবে। শনিবার পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম নিবন্ধিত হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। বাকি রয়েছে আরও ৩ কোটি ৩০ লাখ সিম। আজ ও আগামীকালের মধ্যে আরও বেশ কয়েক লাখ সিম নিবন্ধন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তিনি বলেন, সিম রি-রেজিস্ট্রেশন সম্পর্কিত বিভিন্ন জটিলতা বিষয়ে বিটিআরস্থির সেবা নম্বরে (নম্বর ১৬১০৩) কল করেও বিস্তারিত জানতে পারবেন গ্রাহকরা। এই নম্বর আঙুলের ছাপ ও এনআইডি সম্পর্কিত জটিলতার সমাধান দেবে বায়োমেট্রিক করতে আসা গ্রাহকদের। প্রতিমন্ত্রী জানান, ৩১শে মে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সিম রি-রেজিস্ট্রেশনে বিশেষ সেবা পাবেন দেশের সিনিয়র সিটিজেনরা। সরকারের প্রত্যাশিত ১০ কোটি সিম পুন?ঃনিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় সবাইকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *