কালীগঞ্জে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের কৃষক প্রশিক্ষণ

Slider ফুলজান বিবির বাংলা

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের আয়োজনে ইনফ্রক্টাকচার ডেভলোপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এর অর্থায়নে মাঠ পর্যায়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর সোমবার গোড়ল ইউনিয়নের বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গ্রামীণ কৃষি ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলা শাখার ইউনিট ম্যানেজার মাহফুজার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সমন্বয়কারী সাইদুর ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা অশ্বিনী কুমার পাল, উপসহকারী কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার গোড়ল ইউনিয়ন) আমজাদ হোসেন, গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার সাজ্জাত হোসেন ও এরিয়া ম্যানেজার শামসুল আলম বিশ্বাস।

এ সময় সৌর সেচ পাম্প প্রোগ্রামের অধীনে মাঠ পর্যায়ে কৃষকদের কৃষি সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে ৩০ জন কৃষক/কৃষাণি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *