২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মৃত্যুদণ্ড না হওয়ায় রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মামলার রায় ঘোষণার পর বুধবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করে।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু, সহ সভাপতি মনসুর আলম, আব্দুল মালেক, সাখাওয়াত রায়হান, যুগ্ম সম্পাদক আবু তোরাব পরশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমীর সুহেল, সাবেক প্রকাশনা ও উপ গ্রন্থনা ইকবাল হোসাইন টিপু, উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল, ছাত্রলীগ নেতা রকিবুল হাসান দিনার, প্রদীপ চক্রবর্তী দূর্জয়সহ শাখা ছাত্রলীগের সাবেক এবং বিভিন্ন হলের নেতাকর্মীরা।